দরিদ্রের অভাব দিন দিন বেড়েই চলেছে
চারিদিকে শুধু ক্ষুধার্তের হাহাকার।
দু মুঠো ভাতের জন্য কাঁদছে পথশিশু,
অথচ অট্টালিকার মানুষ গুলো,
নষ্ট করে কত কিছু।
ধনীর বাচ্চাগুলোর খাবার নিয়ে কত বাহানা
এটা খাবনা, ওটা খাব, এটা না, ওটা আন
অথচ পথ-শিশু, পচা পান্তায় তার সব কিছু।
মানুষের চাহিদাটা বড়ই আজব হচ্ছে দিনে দিনে
মাঝে মাঝে পাওয়া যায়না ভেবে কুল
কেউবা কাঁদে দু -মুঠো ভাতের জন্য
কেউবা কাঁদে গাড়ির জন্য
কেউবা করে টাকার গরমে মস্ত বড় সব ভুল।