রোদেলা দুপুরে যখন,
পুড়ে যাই তোর গা,
তখন আমার ভালই লাগে ,
চারপাশটা খাঁ খাঁ।
ইচ্ছে করে আস্তে করে,
ধরি তোর হাত।
নায়বা তোর বয়েই গেল,
গেল আমার জাত।
তুই যে আমার ছোট্ট ঘরের,
পূর্ণিমারই আলো,
রাতের বেলা দেখতে তোকে,
লাগে আর ভাল।
তুই না থাকলে মনটা আমার ,
হয়ে যাই যে শুন্য।
তোকে পেলে লাগবেনা মোর,
আর কোন পুন্য।