এখন আর নেই আগের মত দিনগুলো
এখন দিনগুলো অনেক পাল্টেছে,
গ্রামগুলোতে লাম্প হারিকেনের বদলে,
ইলেক্ট্রিছিটি এসেছে।
এখন আর নেয় আগের মত,মানুষের মনোভাব,
লাম্পের আলো যেমন কাঁপে সামান্য বাতাসে,
মানুষের মনগুলোও তেমনি কাঁপত সামান্য আঘাতে।
আর এখন, মানুষের মনগুলো
দিন দিন কঠিন থেকে কঠিন তর হচ্ছে।
এখন আর নেই আগের মত খেলার মাঠগুলো,
মাঠগুলো সব হয়ে গেছে মানুষের আবাস
শিশুরাও হারিয়েছে তাদের খেলার জায়গাটুকু।
এখন আর নেয় আগের মত মুক্ত বায়ু
চারিদিকে কোলাহল বায়ুদূষণ
মানুষের নেই একটুও শান্তি,
গ্রামগুলোতেও আজ কাল হয়ে গেছে
শহরের মত বস্তি।