যিয়াদ সোনা
-শাহীন রায়হান
....
রাতের আঁধার যখন দিনের
আলোকটুকু শুষে
গাঁয়ের মানুষ মনের খাঁচায়
ঘুমের টিয়ে পুষে
রূপোর তারা জলের ধারা
বলেশ্বরের ঘাটে
গল্প কথায় সময় কাটায়
ফড়িং ছানা হাঁটে
যিয়াদ সোনা চাঁদের কণা
ঝলমলে দু'চোখে
তেপান্তরের মাঠ ছুঁয়ে যায়
ভয়ের ছানা রোখে
আকাশ গাঙে সাঁতার কাটে
চুটিয়ে করে খেলা
নাটাই ছেঁড়া হাওয়ায় ভাসায়
পেঁজা মেঘের ভেলা।
ছায়াপথের ইস্টিশনে
ভাবনা মেলে রাখে
বড় হওয়ার ইচ্ছেটাকে
ভূগোল জুড়ে আঁকে।