তোমার বেলোয়ারি চুড়ি
-শাহীন রায়হান
..
ইদানীং কবিতার মতো
কতগুলো পুরনো স্বপ্ন এসে জমা হয় বুকের শোকেসে
তারপর ভেজা চোখে কাগজের পাতা ফুড়ে
আবাবিল পাখি হয়ে উড়ে যায়...
কাকের কালো অন্ধকার ডানায়
নেমে আসে মরুভূমির উটমুখী রাত।
কবরের নীরব দেয়াল ঘেঁষে
গভীর নিস্তব্ধতা ভেঙে আবার জেগে ওঠে
রৌদ্রে নেতিয়ে পড়া পোর খাওয়া লাউ
সবুজ ধানক্ষেত, একান্নবর্তী বাড়ির উঠোন।
মুমূর্ষু বনের বিবর্ণ কার্নিশে দোল খায়
এক মায়াবী কাজললতা
বিরহী হরিণী কান পাতে
দূরের শ্মশান পেরিয়ে এক পোয়াতি সাদা কাঁশবনে
যেখানে বিভুঁই রাতে মনের নিঃসঙ্গ দাওয়ায়
বিন্দাস মেঘের তরঙ্গ ছুয়ে বেজে যায়
তোমার বেলোয়ারি চুড়ি।