শেখ মুজিবের জয়
-শাহীন রায়হান
.....
মেঘ ছানাদের উৎসবে আজ মস্ত আকাশ জুড়ে
লাল কালো নীল ঘুড়ির মিছিল গাইছে সবাই সুরে
রোদঝলমল দুপুর তখন ছড়িয়ে দুর্বা ঘাসে
কাঠবিড়ালির লেজের ডগায় গঙ্গা ফড়িং হাসে।
মুজিব মুজিব আওয়াজ তুলে ফুটছে আতশ বাজি
টুনটুনি বক গুনছে প্রহর পড়ছে দোয়েল পাজি
জ্বলছে প্রদীপ হলদে কুসুম উড়ছে ফড়িং ঝাঁক
নাচছে ময়ূর মনিপুরী তাই সবে নির্বাক।
গড়িয়ে সময় জমলো আসর কাটলো সবার ঘোর
ফোকলা দাঁতের চাঁদের বুড়ির বন্ধ পাঁচিল দোর
নিঝুমরাতের আঁধার ভেঙ্গে উঠলো আবার রবি
সুর ঝুনঝুন নদীর ঢেউয়ে ভাসলো দিনের ছবি।
হাজার রঙের বর্ণচ্ছটায় সাজলো মেঘের তুলি
আঁকলো বাবুই পাঞ্জাবি কোট চশমাটা বুলবুলি
খুশির জোয়ার আনলো সাগর কাঁপলো সবুজ বন
মুগ্ধ ঝিঁঝিঁর একটানা সুর তুললো আলোড়ন।
গাইলো কোরাস চিল পাতিকাক অনন্ত অক্ষয়
জয় বাংলার জয় বাংলার শেখ মুজিবের জয়।