শেকড়সন্ধানী কবি
-শাহীন রায়হান
....
'তবক দেওয়া পান' সাথে নিয়ে চুন
ঘুমহারা রাতপাখি গায় গুনগুনগুন
'ঘরে ফেরা সোজা নয়', 'সত্য ফেরারী'
মৃদু পায়ে হেঁটে যান আসাদ চৌধুরী।

কবি ব্যাগ কাঁধে চোখে চশমাটা আঁটা
এই বুঝি বিটিভেতে বাড়াবেন পা'টা
মতিঝিল ফুটপাতে হাঁটবেন কবি
ঝুরঝুর সোনা রোদে ছুঁয়ে যাবে রবি।

মুক্তিযুদ্ধ কিবা শিশুতোষ লেখা
শব্দের কারুকাজে দেন তিনি দেখা
'সোনার খড়ম' পরে সোঁদা মাটি পায়
প্রিয়কবি হেঁটে যান তাঁর কবিতায়।

বকুলের পাতা ঝরে সুর রিনিঝিনি
স্মিত হাসি মুখ তাকে খুব চিনি
কাব্য বালক তিনি হাতে প্রিয় ঘড়ি
শেকড়সন্ধানী কবি আসাদ চৌধুরী।