সমুদ্র ইতিহাস
-শাহীন রায়হান
.........
হিমালয়ের ঠান্ডা বরফকুচি থেকে
আনমনে যে শিশির বিন্দুটি খসে পড়ে ছিল-
প্রকৃতির বুক চিড়ে সেই জলকণা আজ
জল সমুদ্রের ঢেউ
যার বুকে প্রেম আছে বিরহ আছে-
আছে প্রেমের আগুনে পোড়া
এক প্রেমময় বারুদের গন্ধ।
শ্রাবণ মেঘের অন্ধ পদযাত্রায় ভেসে যায়
এক ঝাঁক পথভোলা পাতিহাঁস
আমার উড়ো ভাবনার ব্যবচ্ছেদ
সমুদ্র ক্যানভাসে এঁকে যায়
তার এক সমুদ্র ইতিহাস।