পুব আকাশের রবি
-শাহীন রায়হান
...
পাখির ঠোঁটে মোহন বাঁশি নীল যমুনায় সুর
দাঁড়িয়ে আছে কুঠিবাড়ি প্রিয় শাহজাদপুর
রোদের ঝিলিক থমকে পাতায় তাই ওঠেনি চাঁদ
তাকিয়ে দেখি দাঁড়িয়ে পাশে প্রিয় রবীন্দ্রনাথ।

সেই দাড়ি গোঁফ জোব্বা গায়ে ঠিক চিনেছি তাঁকে
সোনার তরী বাইছে আজও পদ্মা নদীর বাঁকে
দুই বলাকা ঝুমছে নীরব বৃষ্টি মেঘে জুটি
আমি তখন হাওয়ার ঘোড়ায় শিলাইদহ ছুটি।

আমায় দেখে রবীন্দ্রনাথ হাত বাড়িয়ে ডাকে
বলে খোকা মনের খাতায় আঁকছ তুমি কাকে
তাকে দেখাই বুক পকেটে রংকরা এক ছবি
আস্তে বলি আঁকছি তোমায় পুব আকাশের রবি।