পিতার শোক
-শাহীন রায়হান
..
বুকের ছাতি রক্তে ভিজে ঘাতক করে গুলি
ছিটকে পড়ে প্রিয় চশমা থামে পায়রা-বুলি
কষ্টগুলো ভীড় করে খুব দূর হিজলের ডালে
ভগ্ন স্বদেশ মূর্ছাতে যায় পিতার মোহজালে।

ফুপিয়ে কাঁদে ধানমন্ডি ব্যথায় চুপিচুপি
নিথর আকাশ দেয় নিভিয়ে আলোর নিশিকুপি
জারুল ঝরায় দুখের পাতা মহান পিতার ঘোরে
হিংস্র দানব যখন দেশের ভাগ্যরেখা পোড়ে

আকাশ থেকে ছিটকে পড়ে হাজার স্বপ্ন তারা
আমরা হারাই স্বর্ণালি ভোর বিনির্মাণের ধারা
তবু জাগি পিতা তোমার সম্ভাবনার মন্ত্রে
ঘাতক দালাল যতই মাতুক ঘৃণ্য ষড়যন্ত্রে।