পাথর খোকা
-শাহীন রায়হান
....
শিমুল ডালে কাকের ছায়া কৃষ্ণচূড়ায় ঘোর
পলাশ জবায় আবার এলো বিজয় একাত্তর
মায়ের চোখে রক্ত নদী
বইছে আজও নিরবধি
আঁচল ছুঁয়ে আর আসেনি হলুদ রঙা ভোর।
তেপান্তরে জলময়ুরী আছড়ে মরে দুঃখে
রাতের জোনাই থমকে থাকে কাকতাড়ুয়া মুখে
মেঘের পালক অচিনপুরে
দমকা হাওয়ায় যায় যে উড়ে
সুখ পাখিটা বিলাপ করে হু হু বাবার বুকে।
যুদ্ধে যাবে পাথর খোকা আগুন দুটি চোখে
মায়ের বাঁধা বাবার বারণ কে আর তাকে রোখে
পাঁজর ছিড়ে রক্ত দিয়ে
জীবনটাকে দেয় বিলিয়ে
স্বাধীনতার সূর্য আঁকে শনি সৌরলোকে।
লাল সবুজে বিজয় আসে পাতার আঙিনায়
রোদের গোলাপ ফুল ছড়িয়ে খোকা খুকু গায়
হাঁস পাহাড়ে সন্ধ্যা নামে
মায়ের কি আর কান্না থামে
বাবা তবু দাঁড়িয়ে থাকে খোকার অপেক্ষায়।