মেঘ পরী ফুল আঁকি
-শাহীন রায়হান
..
জল টুপটুপ পুঁটির বাড়ি বৃষ্টি টাপুরটুপুর
নীলফড়িঙের মিষ্টি ডানায় মস্ত আকাশ উপুড়
ডাহুক মেয়ে রিনিকঝিনিক ঘাসের নূপুর পরে
চলছে ছুটে জুঁইয়ের বাড়ি বন মেঠোপথ ধরে।

পিপুল পাতায় সবুজ টিয়ে ময়ূর ডাকে কেকা
উড়ছি আমি ইচ্ছে ডানায় মন খুশিতে একা
জলপিপিরা নাচছে সুখে ঢেউয়ের লহর তুলে
মৌমাছিরা ঝাঁক বেধেছে দোলনচাঁপা ফুলে।

কদম কেয়া আভ ছড়িয়ে গহীন বনের মাঝে
গল্প করে টুনটুনি বক দোয়েল ছুটে কাজে
দুই কোলাব্যাঙ ঝুমুর নাচে পিয়াল বাজায় বাঁশি
শাপলা বিলে ঝলকে ওঠে বিজলি মেয়ের হাসি।

ঝিমঝিমানো সূয্যিমামা ঘুমায় আকাশ নীলে
হাঁসছানারা ডিগবাজি খায় পদ্ম ফোটা ঝিলে
কেওড়া ডালে নীরব ভিজে লাল মুনিয়া পাখি
বিভোর আমি রংতুলিতে মেঘ পরী ফুল আঁকি।