খুকুর প্রশ্ন
- শাহীন রায়হান
....
কেন এত পড়তে হবে?
খেলার সাথে রেষ কি!
দুখ্ ভোলানো সুখের খেলায়
শেখার আছে শেষ কি!

গনিত বইয়ে অঙ্ক ভরা
বাংলা বইয়ে গল্প ছড়া
ব্যাকরণে সন্ধি
পড়ব কত এসব পড়া
থাকব ঘরে বন্দী!

ইচ্ছে করে বই হারিয়ে
দেই পড়াতে ফাঁকি
সৌরলোকের ক্যানভাসে লাল
গ্রহাণুদের আঁকি।

জল কলকল ঝর্ণা ছেড়ে
মেঘ সীমানায় দূরে
দেই ছড়িয়ে নীলের বাটি
দস্যিপনায় উড়ে।

ইচ্ছে করে তারার ঘরে
মনপাখিটা রাখি
তুলোট মেঘের টুকরো হয়ে
আকাশ পাড়ায় থাকি।