জীবনের পাঠ
-শাহীন রায়হান
...
শিশির ভেজা জোছনা রেখা
কাঁঠালচাঁপার গন্ধে
জোনাকপোকা পিদিম জ্বালায়
নাচের নিপুণ ছন্দে।

অসমিয়া গানের তালে
দখিন হাওয়ায় মেঘের পালে
নাচে চাঁদের কন্যা
উছল হাওয়ায় পাতার ঘরে
দোল দিয়ে যায় আকুল করে
নরম আলোর বন্যা।

বইয়ের পড়া শিকোয় তুলে
নড়ুক রাতের পাখনা
ভূত প্রেতের কল্পলোকে
মনটা পরে থাক না।

ফড়িং মুখো ঘুম চলে যা
দুলুক চোখের মাঠ
ফুল পরিদের ক্যানভাসে হোক
এই জীবনের পাঠ।