ইলিশ খোকা
-শাহীন রায়হান
.…
নীল আকাশের হলুদ খামে চিঠি এলো কালকে
শ্রাবন তুমি দাও ভিজিয়ে নায়ের ছেঁড়া পালকে
খোকন যাবে মামার বাড়ি
চাখতে প্রিয় ইলিশ কারি
ইলিশ ছাড়া ছোঁয় না কিছু ফুলিয়ে রাখে গালকে।
শান্ত সুবোধ বিষখালী নদ রোজ বয়ে যায় ধীরে
কেওড়া ফুলের সুবাস মাখে হরিণঘাটা তীরে
জোছনা ধোয়া নদীর বাঁকে
ঝাঁক বেঁধে মাছ লুকিয়ে থাকে
পরান মাঝি স্বপ্ন আঁকে রূপোর ইলিশ ঘিরে।
রাত দুপুরে চাঁদের বাড়ি ঘুমায় যখন তারা
হুক্কাহুয়া শিয়াল ডাকে নেই ফড়িঙের সাড়া
পরান মাঝি ইলিশ ধরে
সুখ পাখিটা কোচর ভরে
উচ্ছলতায় গাল ছুঁয়ে যায় লবন জলের ধারা।
মেঘ গুড় গুড় আকাশ উপুড় মেঘের মাথায় ঝুটি
খোকার চোখের আগল খুলে ঘুম নিয়েছে ছুটি
সাঁঝ পাখিদের গানের সুরে
খোকন নাচে ঘাস নূপুরে
হীরক দ্যুতির ঝলমলানো ইলিশ খেয়ে দুটি।