ফুলপরীদের আঁকি
-শাহীন রায়হান
...
ফুলপরীদের গল্প শুনি রোজ
জারুল জবায় ওদের করি খোঁজ
চেরী রঙ্গন কাঠগোলাপের শাখে
রাতের আকাশ যখন ছবি আঁকে
দোদুল দোলায় দুলতে থাকে পুঁই
জোছনা মাখে গোলাপ গাঁদা জুঁই
নিঝুম বনে শাল পিয়ালের শাখে
সুর ছড়িয়ে হুতোম প্যাঁচা ডাকে
টোনাটুনি গল্প করে টুঁই
উদাস আমি একটুও না শুই
গল্প সাজাই কলাবতীর চুলে
নয়নতারা বাগান বিলাস ফুলে
কাঁঠালচাঁপার গন্ধ মাখি নাকে
সময় কাটে গন্ধরাজের বাঁকে।
মন খুশিতে বন পলাশে ডাকি
কেয়ার ঠোঁটে ফুলপরীদের আঁকি।
শুকতারাটা আস্তে তখন জানায়
ফুলপরীদের রূপকথাতে মানায়।
লাল করবীর সবুজ নোলক নড়ে
এই আমিটা আস্তে ফিরি ঘরে।