দু'পেগ মদের মাতাল উষ্ণতায়
- শাহীন রায়হান
..
প্রিয় শব্দটা এখন আর নতুন করে লিখি না
তোমার নেশায় বুঁদ হয়ে থাকা নীরব অ্যাশট্রে
আনমনে পরে আছে পাশের টেবিলে।
দু'চোখে আবেগ ছড়ানো
মাতাল নাগেশ্বরীর গাছটাও অবশিষ্ট নেই
হারিয়ে ফেলেছ পুরনো তৈলচিত্র ফুলদানি
শখের আঁকিবুঁকি সাতরঙা রাফখাতা
আরও কত কি....
আমার ঝুলে থাকা হাতের তর্জনী, শাহাদাত, কনিষ্ঠা
আজ আর তোমার প্রিয় না
গোলাপের ধূসর পাপড়ির মতো ঝেড়ে ফেলেছ
স্মৃতিময় ঝুলবারান্দা শখের অর্কিড বাতাবাহার পান্থপদক
টিনের কৌটায় রূপোর পয়সার মতো জমানো
পরিপাটি চিন্তারা, আজ সুদূর নির্বাসনে
তোমার কল্পনার কাঁধে ভর করে এখন আর আমি চলি না
শুধু পরে থাকি অগোছালো অবহেলায়
দু'পেগ মদের মাতাল উষ্ণতায়।