ঢাকার কিশোর
-শাহীন রায়হান
...
লাল নীল সাদা কালো ভোকাট্টা ঘুড়ি
মন চায় ঘুড়িদের সাথী হয়ে উড়ি
তুলতুলে মেঘ হই দলছুট ঘোড়া
সোনা রঙ ডানা মেলি দিগন্ত জোড়া।
রামধনু সাত রং মাখি সারা গায়
জলরঙে ছবি আঁকি আকাশের নায়
রাত ভর সুতোকাটি হই তারা ফুল
মনচায় ছুঁয়ে দেই মেঘপরী দুল।
অবাক হবেই তুমি হয়তোবা শুনে
সময়টা কাটে রোজ স্বপ্নটা বুনে
তালা দেয়া দরজাটা কষ্টটা কিযে
স্বাধীনতাহীন দুটো চোখ যায় ভিজে
ইটঘেরা কুঠুরিতে করি বসবাস
জানালার ফাঁক দিয়ে দেখি নীলাকাশ
শিকল বন্দী আমি চঞ্চলা মন
রোদের শহর ছুঁয়ে তুলে আলোড়ন
এভাবেই দিনকেটে রাত হয় ভোর
ডানা ভাঙা পাখি আমি ঢাকার কিশোর।