বোশেখ তোমায় ঘিরে
-শাহীন রায়হান
....
উড়ছে হাওয়ায় রঙিন বেলুন
ফড়িং মুখো ঘুড়ি
বাজছে রিনিক ঝিনিক ঝিনিক
খুকুর নতুন চুড়ি।

ছোট্ট খুকু নূপুর পরে
খেলার ছলে উঠোন ঘরে
নাচ্ছে ঝুমুর একা
বড্ড খুশি মিঠাই খাবে
ঢোলের সাথে মেলায় পাবে
নাগরদোলার দেখা।

লাল শাড়িতে থাকবে ঢাকা
প্রজাপতির আঁকবে পাখা
টিপ কপালে রবে
আলতা পায়ে ঘুরবে মেলায়
ভাসবে হাওয়ায় খুশির ভেলায়
কত্ত মজা হবে।

আয়না দেখে লজ্জাতে লাল
খুকু তাকায় ফিরে
মনের মাঝে মুখোশ আঁকে
বোশেখ তোমায় ঘিরে।