আমি বাইসাইকেল
-শাহীন রায়হান
...
ক্রিং ক্রিং বেল
আমি বাইসাইকেল
পাড়াগাঁয়ে শহরে
একা কিবা বহরে
দাদা বাবা হেসে হেসে
ছুটে চলে ভেসে ভেসে
টুন টুন টিন
কাক ডাকা সন্ধ্যায়
তেজ কিবা মন্দায়
ছুটে চলি চাক্কায়
পথেঘাটে ধাক্কায়
সারা রাত দিন।
ছুঁই নাতো গুড়-ঘি
ডিম ডাল মুরগি
টোস্ট রোস্ট তেল
তবু বাজে টুংটাং
আমারই বেল।
রুম নাই ঘুম নাই
চলি রিমঝিম
খোকা ভাবে খুকু ভাবে
পালোয়ান ভীম।
রাজপথে আমি রাজা
ট্রাফিকে নেই সাজা
ফাইন কিবা জেল
গান গেয়ে লাল নীল
ছুটে চলি মতিঝিল
আমি বাইসাইকেল।