বেশ কিছুদিন হলো
আমার মন আমার সনে কথা কয় না,
নব্য ধারার স্বপ্ন দেখে না,
গল্প শোনায় না আগের মতো।
আজকাল বড্ড অভিমানী হয়েছে বোধহয়।

কারণে অকারণে অভিমান করে।
এমনভাবে জেদ ধরে বসে থাকে
যেন জন্ম-জন্মান্তর অতিবাহিত হলেও
তার গহীন থেকে নিসৃত হবে না শব্দ।

মনের উপর জোর খাটানো যায় না, জোর খাটে না,
জোর খাটাতে গেলেও তাতে সুফল বয়ে আসে না।
তাই আমার মন যখন চুপ থাকে
তখন আমিও চুপ হয়ে যাই, নিশ্চুপ।