হে আমার দ্বীপ্তি, প্রভাতের ঊষা
হে আমার নক্ষত্র ভরা গগনের চাঁদ,
হে আমার ঐশ্বর্য, হে আমার অনুপ্রেরণা,
হে আমার সাম্রাজ্য আমি তোমারই সম্রাট।
তোমারই প্রণয়ে ব্যথিত যে হিয়া
তোমারই প্রণয়ে আঁখি জলে ভাসি।
তোমারই গর্ভে যে প্রাণের উদয়
সে প্রাণ বলে,“আজও তোমাকেই ভালবাসি।”
হে আমার সুবাসিত পুষ্প,
হে আমার সত্তা, অস্তিত্ব তোমা লয়ে
হে আমার অভিধান, হে আমার বাঁশুরির তান,
তোমারই মহিমান্বিত সুর হেথা যায় যেন বয়ে।
তোমারই বাগিচায় ফুটেছিল যে ফুল
তোমারই খুশিতে যার মুখে ফোটে হাসি,
তোমারই শূন্যতা তারে রাখে ঘিরে
তোমারই বিরহে সে প্রাণ যায় সদা ভাসি।
হে আমার অমানিশার জ্যোতি,
হে আমার স্থবির জীবনের গতি,
হে আমার দিশেহারা পথের বাহন,
হে আমার হৃদয় জড়ানো প্রীতি
তুমি আমারই আঁখিতে মহান দেবতা
যার করুণায় বাঁচে মর্ত।
তুমি আমারই জীবনে মহীয়সী মাতা
যার পদতলে মোর স্বর্গ।