হ্যাঁ আমি এমন এক সমাজের কথা বলছি
যা শ্রাবণের ঘন মেঘের মতো অন্ধকার।
চারিপাশে প্রস্ফুটিত আলো অজ্ঞতার স্তুপ ভেদ করতে অক্ষম,
কিছু আলো উৎপাটিত হলেও তা বিজলীর মতো ক্ষণস্থায়ী,
এরা বজ্রধ্বনিতে প্রতিফলিত হয় অস্ত্রধ্বনিত হলে হারিয়ে যায়।
লুঠেরাই আজ সমাজ সংস্কারক
যেই সংস্কারক সমাজকে কলুষিত করে
তাদের আমি ঘৃণা করি,
যেই সংস্কারক সমাজকে কুক্ষিগত করে
তাদের আমি ঘৃণা করি,
যেই সংস্কারক সমাজকে অন্ধকারে নিক্ষেপ করে
তাদের আমি ঘৃণা করি,
যে সংস্কারক জনতার অধিকার হরণকারী
তাদের আমি ঘৃণা করি।
যেই সমাজে আমি জন্মেছি
সেই সমাজ আমার অস্তিত্ব।
সেই সমাজ কলুষিত হোক তা আমি চাই না
আমি চাই এই সমাজের আলোয় আলোকিত হোক পৃথিবী।