তোমাদের ছড়া কবিতায় জীবন থেমে গেলো অকস্মাৎ।
কলমের বিন্দু বিন্দু কালি নক্ষত্ররাজির আলো ছড়ায়
সেই উজ্জ্বল কিরণ আমায় ছুঁতে পারে না।
অস্তিত্বহীন জলীয়বাষ্প ভেদ করে চলে যায়
অবনী পাড়ে, আমি বর্ণ গন্ধহীন জলীয়বাষ্প।

তোমাদের সূক্ষ্মদৃষ্টিতে আমাকে কোথাও কি দেখা যায়!
জানি যায় না,
তোমাদের চোখ ঐশ্বর্য, বিলাসিতা, বিত্তবান হবার নেশায়
হারিয়েছে দূরদর্শিতা, হয়েছ উত্তপ্ত মিহির মতো নির্মম।
তোমাদের উত্তাপে সরস অমিয় অস্তিত্ব বাষ্প হয়ে যায়।

কাগজের ভাঁজে ভাঁজে লিখেছ যে ছন্দ
সেই ছন্দের মৃদু গন্ধ তোমাদের জাগ্রত করতে ব্যর্থ।
এরও রয়েছে শতাধিক সুনির্দিষ্ট কারণ,
কারণের বারণেও মত্ত মস্তিষ্ক থেকে বিচ্যুত হয়নি অর্থ।

অর্থ কোলাজে জীবন সংকীর্ণ
হারিয়ে যায় অন্তহীন চলার সাবলীল পথ,
হটকারিতায় উদ্বিগ্ন পথিক অচেতন
ভেঙ্গে ফেলে হারিয়ে ফেরার অন্তবিহীন রথ।