এখনই কবিতা লেখার সময়
এখনই বিপ্লবের সঠিক সময়।
মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল
রাজপথে চাপ চাপ রক্ত, নৃশংসতা
সমাবেশে নারকীয় হত্যাযজ্ঞ, নির্মম অত্যাচার,
রবার্ট বুলেটে ক্ষত-বিক্ষত জনতার দেহ,
খালে, বিলে, ডোবায়, নর্দমায় মরে পরে আছে কেহ।
দুদিক থেকে দুর্ধর্ষ আক্রমণ
মাঝখানে নিপীড়িত জনতার আর্তনাদ।
কেউ কেউ করে প্রতিবাদ
কেউ কেউ পরে থাকে তন্ময়।
এখনই কবিতা লেখার সময়
এখনই বিপ্লবের সঠিক সময়।
ক্ষমতা লাভের যজ্ঞ, শুরু হয় তল্লাশী
গৃহ থেকে নিয়ে যাওয়া হয় কারাগারে,
কেউ কেউ রূদ্ধ, কেউবা প্রাণ হারায় অত্যাচারে।
গুম, জনতার কোলাহলে হারিয়ে যায় নিঝুম।
প্রতিবাদী যারা, তারা গৃহহীন
বিপ্লবী যারা, তাদের খুঁজছে রাতদিন
সংগ্রামী যারা, তাদের উপর বিশেষ নজর
রাজপথে যারা, পিটিয়ে তাদের ভাঙ্গছে পাঁজর।
এখনই কবিতা লেখার সময়
এখনই বিল্পবের সঠিক সময়।
কারাগারে লক্ষ-লক্ষ নেতাকর্মী,
অত্যাচারীর প্রবল পাশবিকতায় ক্ষুব্ধ জনতা
হরতাল, অবরোধে পুলিশি রুদ্র তাণ্ডব।
বাবার লাশ বুকে জড়িয়ে সন্তানের আর্তচিৎকার!
সন্তান কেড়ে নেওয়ায় মায়ের আহাজারি!
বিপ্লবীদের করছে ক্রমান্বয়ে বন্দী
আর জনগণ বন্দী হচ্ছে অদৃশ্য জিঞ্জিরে।
এখনই কবিতা লেখার সময়
এখনই বিপ্লবের সঠিক সময়।
যে নর কিংবা নারী কুটিরে আবদ্ধ
যে কিশোর কিংবা যুবক নির্বোধ, আসক্ত
যে বুদ্ধিজীবি কিংবা সাংবাদিক চোখে লাগিয়েছে কাঠের চশমা
যে কবি কিংবা সাহিত্যিকের কলমে ধরেছে জং,
হাতে পরেছে শিকল, মগজ জট পাকাচ্ছে নেশা-ভানে।
তাদের উপলক্ষ করে বলছি,
“এখনই কবিতা লেখার সময়
এখনই বিপ্লবের সঠিক সময়।
কলম হাতে নিন, বুকে গড়ে জোর
দলেদলে রাজপথে বিপ্লবে আসুন
রুখে দিন অপকল, স্বৈরাচারী শাসন।”