মুক্ত হতে আসিনি আমি
মুক্তি চাচ্ছি দেশের।
স্বৈরতন্ত্রে দেশটা অচল
মুক্ত-স্বাধীন কিসের!
ষাট-খানা নতুন গল্প পড়েছি
সেথায়ও হাহাকার,
ষোলোটা বছর শান্তি দেখিনি
থামেনি অত্যাচার।
হাসিয়া খেলিয়া মায়ের কোলে
কাটিয়ে একটা যুগ,
তারপরে দেখেছি ষোলোটা বছর
বাঙ্গালির দুঃখ ভোগ।
বাঙ্গালী তুমি, কাঙ্গালি আমি,
বাঙ্গালিই যদি মোরা,
তবে কেনো আজ নেই বিচার
নিরপরাধীর গলে ছোরা!