শরৎ আমার নদী তীরে শুভ্র কাশফুল
নীল আকাশে সাদা মেঘের ভেলা
ঐ দূর গগনে দেখিবে ধবল বক
করিতেছে খেলা।
মাঠের পর মাঠ সবুজের সমাহার
বাতাসে দোলায় অবিরাম ফসলি ধান
'আহা'.. মৃদু হিম শিহরণ জাগায় প্রাণ
নবান্ন উৎসবে কৃষাণীর তীক্ষ্ণ প্রতীক্ষায়
ছোট নন্দিনী দু'চোখে ছুটি উৎসব নেশা।
হঠাৎ বৃষ্টি নামে অনাবিল আনন্দ বার্তায়
শুভ্রতার মাঝে দু-এক ফোঁটা বৃষ্টি ছোঁয়া
বৃষ্টি শেষে দিগন্ত জুড়ে রংধনু আঁকা
রোদ-বৃষ্টি লুকোচুরি খেলা।
শরৎ আমার জোছনা রাত ঝি-ঝি'র ডাক
পুকুর পাড়ে নিশি আঁধারে দু-চার জোনাক
শরৎ চিরকাল এসো থেকো বাংলার বুকে
এসো তুমি নব-রুপে বাংলার মাঠ ক্ষেত
নদী প্রকৃতি ভালবেসে।।