প্রিয় যানি এক দিন তুমি বুজবে
সেদিন আমায় পাগলেরমত খুঁজবে।
যে দিন থাকবে না কোন অভিযোগ,
থাকবে না কোন কলরব।
সে দিন তুমি বুজবে,
আমায় পাগলেরমত খুঁজবে।
আজ কেনো তোমার চোখে জল?
নানা এ জল তোমার চোখে মানায়না।
তোমার চোখে থাকবে রাগ-ঘৃনার উপহাস।
আমি যানি তুমি আমায় ভালোবাসতে ছেয়েছিলে।
এ সমাজের চাপে তা পারোনি।
তার জন্যে আমার ভালোবাসার অধিকার টুকুও কেড়ে নিয়েছো।
তা ও কিছু বলিনি, কি করে বলবো?
তোমাকে যে আমার সম্রাজের রানী করে রেখেছি।
সেখানে শুধু তোমার জন্যে ভালোবাসা অনেকযত্ননে তুলে রেখেছি।
হয়তো এই ভালোবাসা তুমি দুচোখ দিয়ে দেখেছো।
যদি মনের চোখ দিয়ে দেখতে তাহলে হয়তো বুঝতে পারতে।
ভেবে ছিলাম আর কখনো তোমার সামনা-সাম নি হবোনা।
আর যদি হয়ে ও যাই তোমার চোখের দিকে তাঁকাবোনা।
তোমার ঐ গেজদাঁতের হাসি দেখবনা।
তুমি তো জানো তোমার এই দাঁত টাকে কতটা ভালোবাসি।
তোমার হাসি দেখলে নিজেকে যে ধরে রাখতে পারিনা বড্ড বেশিই ভালবাসি।
যানি এক দিন তুমি বুজবে, সে দিন কিছুই অবশিষ্ট থাকবেনা।
প্রিয় যেখানে থাকো ভালো থেকো।
তোমার ভালোবাসার মানুষকে অনেক ভালোবেসে ভাল রেখো।