নির্ঘুম রাত একা দাঁড়িয়ে আমি
দেখছি তোমায় চাঁদ মুখে হাসি
আকাশে অনেক তাঁরার ভিড়ে
ভেসে আসে হাসনাহেনা ঘ্রাণ,
মুছে দেয় ক্লান্তি ছুঁয়ে মুগ্ধতা।
নির্ঘুম রাত একা দাঁড়িয়ে আমি
সাদা মেঘের ভেলায় ছুঁটে চলা
দূর অজানায় কত চেনা মুখ
এই বুঝি ছুঁয়ে দিবে আমায়,
নিস্তব্ধ শহরের একফালি চাঁদ।