জোছনা রাতে লক্ষ কোটি তারার পানে।
বসে আছি একা মনে।
মনটা যে দুলছে আজ দক্ষিনা বাতাসে।
জোনাকীর আলোয় নতুন স্বপ্ন জাগে প্রানে।
মেঘ বালিকা কত স্বপ্ন ছিল মনে।
হবে কি দেখা জীবনের কোন একখনে?
স্নিগ্ধ জোছনা রাতে পেয়ে যাই তোমার দেখা
সে রাতে বলিবো তোমায়,
আমারই মনের কথা।
শুনবে কি তুমি আমার কথা?
যাবে কি আমার চিরচেনা স্বপ্নের দেশে?
করবে আমায় সাথী,
ওগো মেঘ বালিকা?
রাখবে কি আমার হাতে হাত,
দিবে কি তোমার স্নিগ্ধ জোছনা রাত?