পৌষ গেলো মাঘ গেলো ফাল্গুন যে চলে এলো।
ঋতুরাজ বসন্ত ছোঁয়ায় প্রকৃতি সেজেছে অপরূপ সাজে।
পাতা ঝরা গাছেরা পেয়েছে নতুন প্রাণ এক।
ফুটেছে হরেক রঙের বাহারি ফুল।
প্রকৃতি সেজেছে বাসন্তী রঙ্গে।
এমন দিনে তুমি থাকিবে কি ঘরে?
ঋতুরাজ কাটাবে কি শোকে?
ছিল যে পাশে, চেয়ে দেখো গাছে গাছে।
সে তোমায় আজ ও ভালবাসে।
প্রকৃতি সাজাতে রমনী সেজেছে খোপায় বাসন্তী ফুলে।
লাল, হলুদ আর সবুজে রঙিন হবে তোমার শাড়িতে, দেখা হবে রাজপথে।
শীতের রুক্ষতা ভেঙ্গে নতুন উদ্যমে।
বাসন্তী পোশাকে ঋতুরাজকে আলিঙ্গন করে।
উচ্ছাসে তারুন্যের ভিড়ে নিজেকে মুখরিত করে।
পলাশ,শিমুল,কৃষ্ণচূড়ার দক্ষিণা সমীরে সুগন্ধি ছড়িয়ে দেও সবার মাঝে।