একুশ আমার মায়ের ভাষা।
      ভাইয়ের বুকের  রক্ত।

একুশ আমার বজ্র শ্লোগান।
           হার না মানা মন্ত্র।

একুশ আমার বাঙালি চেতনা।
       আত্মপরিচয়ের ঠিকানা।

   একুশ আমার দীপ্ত শ্লোগান।
         রাষ্ট্র ভাষা বাংলা চাই।

  একুশ আমার জাগ্রত জনতা।
অন্যায় কাছে নত না করা শির।

একুশ আমার ভাইয়ের বুকে এলোপাতাড়ি গুলি।
     রক্তাক্ত রাজপথ আমি কি ভুলতে পারি।

একুশ আমার শহীদ ভাইয়ের আত্মার ডাকে
সকাল বেলার প্রভাতফেরি।

একুশ আমার শক্তি।
          আামি যে বীর বাঙালি।
                    
একুশ আমার অহংকার।
           আমি বাংলায় কথা বলি।