তুমি,
চাদের মত, দেখি যত
উজ্জ্বল যেন আলো,
দিপ্তি প্রভার আধিক্যতে
মিলে সবি,
দুর আধারির কালো।
কেশবে ঝোলানো জবা ফুল,
ঠোট জোড়া রঙিন পাতা,
কানে দোলে সোনার দুল,
তুমি,
সৃজিত বহু সুন্দর করে
যে সুন্দরীর হয়না তুল।
মিশ্র ভাষা চোখের মাঝে,
সরল মনা, চঞ্চলা তার
পাই যেন লাল শাড়ির ভাজে,
তুমি,
রঙধনু ঐ নীল আকাশের
গোধূলী ঊষা সকাল সাঝে।