সরষে ফুলের হলদে রঙে মন ভরালো ওরে
ঘুঘু শালিকের মনকাড়া সুর শিশির ভেজা ভোরে।
হলুদ ছটা ক্ষেতের মাঝে দুর সে কতদুর
হলদে ফুলের গন্ধে নাকে ছড়ায় আবেশ মধুর।
মৌমাছিদের হলুদোৎসব হরণ করছে মধু
ভেজা আইলে পালকিতে চলে গায়ের নববধূ।
সোনালী রোদে ঝিমিক দেয় ভেজা সরষে ফুল
রোদের ঝিমিক ছড়িয়ে পড়ে এপাশ ওপাশ দু-কূল।
পাঠশালে যেতে ছোট্ট সবে করছে ছোটাছুটি
পা পিছলে কেউ সরষে ফুলে খাচ্ছে লুটোপুটি
মায়াময় সেই অতুল দৃশ্য ফুলের রঙে ভরা
ছড়িয়ে থাক দিন দিনান্তে হাসুক পুরো ধরা।