ভিআইপি✍

ভিআইপি ভিআইপি বলে
মানুষ মারার ফন্দি
নিরীহদের কারণ ছাড়াই
মরণ খাঁচায় বন্দী।

ভিআইপিদের জন্য কি সব
রাস্তাঘাট ও ফেরি
কয়েক ঘণ্টা করতে হবে
তাদের জন্য দেরি?

মায়ের বক্ষ শূন্য হলো
ভিআইপিদের জন্য।

ভিআইপিরা জিতে গেছে
হেরে গেছো তুমি
তোমার আমার জন্য তো নয়,
সোনার বাংলা ভূমি!