আমার ছিল বৃক্ষ স্বভাব-
মানুষ হলে চাঁদের আলোয় ভিজবো কেন
নীল আকাশের পাখির কথা ভাববো কেন

মানুষ হলে- সন্ধ্যে বেলা
বাড়ি ফেরার তাড়া থাকে
বাড়ির ভেতর ঘর থাকে
ঘরের ভেতর মায়া থাকে

তুমি ছিলে প্রজাপতি
ফুলে ফুলে উড়ে উড়ে
এ ফুল থেকে অন্য ফুলে
পরাগ মেখে কাটিয়ে দিলে

আমার কেন সারাজীবন
ঘোর লাগা এক
শিশির সকাল
থমকে গেছে শিউলি গাছে

শিশির ভেজা শিউলি ফুলে
প্রজাপতির মন টানে না
বিষাদ ঝরে শিউলি তলে
টাপুর টুপুর
কেউ জানে না কেউ জানে না।