স্বপ্ন আমার

স্বপ্ন আমার চড়বো গিয়ে লাল ঐ বাস

আমার পায়ের পরশ পাবে মলচত্বরের ঘাস

মধুর ক্যান্টিনের চায়ের কাপে উড়বে আবার ধোঁয়া

সেন্ট্রাল লাইব্রেরির বইগুলো সব পাবে আমার ছোঁয়া

টিএসসির ঐ গোল চত্বরে বসবে জমাট আড্ডা

বন্ধুরা আসবে যেখানেই থাকুক লালবাগ কিংবা বাড্ডা

হাকিম চত্বরের বেঞ্চে বসে আঁকবো রঙিন ছবি

কখনো বা আবার কাব্যের ছন্দে হয়ে যাবো কবি

চারুকলার ঐ ফাগুন উৎসবে ধরবো নতুন গান

আমার কন্ঠে প্রকৃতি পাবে ফিরে আবার প্রাণ

বর্ষবরণে মিলবো আমি মঙ্গল শোভাযাত্রায়

বাংলা সংস্কৃতি মাথা তুলবে যেনো নতুন মাত্রায়

বছর শেষের পর্বে আমি উড়াবো রঙিন ফানুস

আমায় দেখে বিস্মিত হবে সারা বাংলার মানুষ

কলাভবন, ব্যবসায় শিক্ষা কিংবা কার্জন হল

সব আঙিনাই বাড়াবে আমার দৃঢ় মনোবল

অনুভূতি আর ভালোলাগাগুলো সজীব হবে সব চত্বরে

প্রথম প্রেমের ছোঁয়া পাবে মন মধুর এই প্রহরে

শিক্ষাগুরুর ছোঁয়ায় আমার দূর হবে সব অন্ধকার

জীবন চলায় সরিয়ে দিবো বাঁধা আছে যত প্রকার

স্বাধিকার আদায়ের আন্দোলনে কন্ঠ হবে সোচ্চার

আমার কঠিন প্রতিবাদে সব দূর হবে অনাচার

স্বপ্নটা কি সত্যি হবে নাকি দিবে শুধু যাতনা

স্বপ্ন পূরণ করতে চাই তাই অধ্যবসায় আর সাধনা।।