মাঝে মাঝে ভালবাসার হাত বদল হয়,
শেষতক হয় না ভালবাসার উপসংহার।
নাকি হয়? অন্য কোন গল্পে,
কিংবা অন্যকোন জীবনে...
দুইয়ের এক হওয়ার যে গাণিতিকধারা,
কখনো কখনো মিলে না, নাকি মিলতে বারণ?
পার্থিব ইকুয়েশন সমস্তই পূর্বনির্ধারিত,
তোমরা তারে বলো ফেইট, অলিখিত-অদেখা!
নিশ্চিত সমাপ্তিতে পূর্ণতা পাওয়া যে প্রনয়,
অথবা সূচনালগ্ন থেকে বিস্তৃত - সে এক ক্ষত,
কিংবা কবির গভীরে জন্মায় না-পোষা যন্ত্রণা!
সবই এখন অমীমাংসিত, অপ্রত্যাশিত উপসংহার।