নেশার মতো বুদ হয়ে তাকিয়ে দেখি সুহাসিনী তোমায়,
নিজেকে বড্ড অযোগ্য মনে হয় তোমার পাশাপাশি চলা মুখগুলো দেখে!
আমার আকাঙ্খাগুলো যেন অধরা, স্বপ্নের মতো দুঃষ্প্রাপ্য।
এ প্রহর ও প্রহর - সমস্ত প্রহরকালের কল্পনা তোমারি তরে,
এ যেন নষ্ট সমস্তরকম, প্রয়োজনকালে বড্ড নিস্তনাবুদ হয়ে ভাবি,
এই আমার সাহসে কি কুলিয়ে উঠবেনা -
এই অপ্রকাশিত ভাব, প্রেমের আহ্বানপূর্বক কথারতুবড়ি!
প্রথম যখন কথা বলি তোমার সঙ্গে -
আমি সেবার ভেবে রেখেছি কোন এক জোছনার রাতে,
ভালবাসার কাব্যকার হবো তোমার রূপে, কল্পিত আলিঙ্গনে।
একেক করে কত জোছনা গেলো, আমার অবাচ্য কথামালা নিস্তব্ধ পড়ে রইলো!
এ এমন প্রেম আমার অন্তরে, যার আকার প্রকার আমার অজানা;
তবু আশা রাখি, তোমাকে পাবো বলে!
প্রেম আছে অন্তরে, থাকবে সহস্রকাল -
যদি কোনকালে নাও পাই তোমাকে...
সুহাসিনী বড্ড ভালবাসি,
গোপনে, সঙ্গোপনে, সকালে এবং বিকেলে।
০৬ ই নভেম্বর, ২০১৭