আমার মৃত্যুতে একটি সমাধি হবে,
সেই সমাধির এপিটাফে লিখা থাকবে আমার নাম ও মৃত্যু তারিখ।
খুব সাধারন একটি সমাধি হবে আমার,
যেমনটা দেখো গাছের ডালে বসে থাকা কাকটিকে।
ফুলের দু-একটি চারাগাছ বেড়ে উঠবে সেখানে,
প্রিয়জনদের কেউ রেখে যাবে হয়তো।
আমি আবার প্রাণ দিয়ে ফুল ফুটিয়ে রাখবো তাতে,
খুব সাধারন ভাবে।
বৃষ্টি হলে ভিজে যাবার ভয় নেই,
রোদ এলে পুড়ে যাবারও ভয় নেই।
শীতের রাতে সিক্ত হবো কুয়াশায়,
বসন্তের শুরুতেই আবার ফুলের সুবাসে ভরে উঠবে চারিপাশ।
পাখিরা সকাল বিকেল আনন্দ উল্লাসের গান শুনাবে,
প্রতিটা সাধারন মূহুর্ত কাটবে নিশ্চিন্তে, নির্ভাবনায়।
খোলা আকাশে মাটির ছাউনিতে নিদ্রায়িত হবো-
খুব সাধারন ভাবে!
২২ শে আগস্ট, ২০১৭