অনেক দিন ভোরে উঠা হয় না
কাক ডাকা ভোরে শিশিরের উপর পা ডুবাতে যাই না!
অনেকদিন হয় রাত করে ঘুমাতে যাই না
গভীর রাতে তারাদের সাথে কথা বলা হয় না!
অনেকদিন আর অনেক রাত তোমাকে ভেবে -
অনেক কবিতা লিখেছি,
তার একটাও প্রকাশ করা হয় না,
তোমাকে পড়ে শুনানো হয় না।
তোমার আকাশে আমার একটা ছায়া ও থাকবেনা
আমি পরাজিত সৈনিক হয়ে তোমার বিরহে কবিতা লিখবনা!
ধুলার মেঘে শরীর ভাসিয়ে চলে যাব দূর মহা দূর,
পিছনে ফেলে যাব তোমার দেয়া সব দুঃখ।
একদিন তুমিও হয়ত ভুল জানবে,
মিথ্যে কিছু কথার জালে আমার জন্য শেষ মায়া টাও হারিয়ে ফেলবে!
আমার তাতে কিচ্ছুটি হবে না,
আমি অন্ধকারে নতুন কাওকে খুজে নিব-
শিশির এর উপর পা ডুবিয়ে হাঁটবো...
১০ ই আগস্ট, ২০১৬