কিছু ধবংসস্তুপের মতো আবেগ বাতাসে উড়ে যায়,
অস্পৃশ্য হৃদয়ে বেদনার ছিটেফোটা নেই তবু!
বাকরুদ্ধ মুখে কি যেন একটা সবাক আকুতি,
ভালবাসা যেটুকু বেঁচে ছিল সবই আজ বড্ড অনাহূত।
বিস্ময়ঘোরে মানবীকে নিয়ে সমস্ত রচিত কল্পনা,
ধোঁয়ায় উড়িয়ে যত পার্থিব ব্যর্থতা-দৈন্যতা,
ভালোবাসার বড়ই অভাব ছিলো পুরোট আকাশলীনায়।
সময়ের প্রাচীরে বন্দী নতুবা কয়েদী হয়ে শৈশব আক্রান্ত,
তবুও অর্বাচিনের শরীর আজও মগ্নোক্তিতে প্রশান্তি খোঁজায় ক্লান্ত।
আমরা ভালো নেই, কিংবা বেঁচে নেই এই অনিয়ত জগতে,
চারিপাশে ভালো না থাকা ভালোবাসার ভীরে।
ভালো থাকার ব্যর্থতা তলিয়ে নিয়ে যাবে না আমাদের কোনদিন,
তবুও আক্ষেপের সুরে বিষাদেরা চেঁচিয়ে উঠে সময়ে অসময়ে।
#পার্থিব_বিষাদ
১০.১১.১৮