জানালার কার্নিশে বসে সূর্যাস্ত দেখা যায়না -
এই ব্যস্ত শহরে!
ইট, কাঠ পাথর, চুন-সুড়কির আবডালে -
লুকিয়ে পড়েছে ভালোবাসা,
আর তুমিময় অনুভূতি গুলো।
ভীষণ কৌশলে নিরবতা আর গাম্ভীর্য-
গ্রাস করেছে ওদের;
আজ যদি এই শহুরে আধুনিক ভালোবাসাকে -
আমি কাগজে কলমে বন্দী করি,
তাহলে কতোটুকু প্রাধান্য পাবে তা তোমার কাছে? আমার ভালোলাগেনা কিছুই।
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার
ইত্যাদি ইত্যাদিতে তুমি-আমি জড়িয়ে গিয়েছি -
অনেক বিশ্রী ভাবে।
সেলফি আর রঙিন ছবির যুগে-
প্রেম টা কেমন যেনো পানসে হয়ে গিয়েছে।
ঘরের দরজা বন্ধ করে,
এখন কেউ আর সাদা কালো ছবি দেখে -
শান্তির শ্বাস ফেলে না।
রাত জেগে চিঠি লিখতে গিয়ে-
কেউ প্রেয়সীর মুখ কল্পনা করেনা;
প্রেম, চলো বের হই এই আধুনিকতা থেকে,
কথা দিচ্ছি এক অন্য জগৎ দেখাবো তোমায়।
নাগরিক প্রেম
সেপ্টেম্বর, ২০১৫