একটা সময় গাছের ডালে বসে থাকা উদাস কাক হতে চাইতাম,
এক পসলা বৃষ্টি শেষে দিগন্তের পর উঁকি দেওয়া রামধনু ও।
নদীর জলে ভেসে বেড়ানো কচুরিপানা দেখে ভাবতাম,
শেকড় থেকেও এরা ভাসমান;
মুঠো ফোনের দেয়াল ছবিতে তাই কচুরিপানার স্থির দৃশ্য ও -
ঠায় পেয়েছিল দীর্ঘকাল।
শূন্য সময়ে ঘড়ির কাটার টিক টিক শব্দ হবো ভেবে,
শৈশবে বিছানায় শুয়ে শুয়ে দেয়াল ঘড়িটায় তাকিয়ে থাকতাম অনেক কাল।
সময় জ্ঞানহীন আমি আজো হাত ঘড়ি পরি,
সময় দেখতে দেখতে হয়ে যাই বুড়ো।
রাজপথে হেঁটে যেতে যেতে হলুদ রঙ এর ট্রাক হতে চাইতাম খুব,
অজান্তে কখন ভুলেই যেতাম সেই ট্রাক হতে হলে বোঝা বয়েই ছুটতে হবে বহুদূর।
সন্ধ্যার আকাশে দৃশ্যমান তারাদের দেখে কল্পনায় কত রূপকথা বানাতাম,
সব কল্পনা একদিন ফাঁকি দিয়ে বইয়ের পাতায় চলে আসবে।
আমি শত সহস্র আলোকবর্ষ দূরে সাম্রাজ্য গড়বো আমার নিজের জন্য,
একা একলা ভীষণ সুখে, তোমরা যেটা কল্পনাও করতে পারো না।
| একা | ১৬.০৫.২০১৮