অরোরা...
হু...
আকাশটা নীল কেন?
সমুদ্র দেখেছো?
হ্যা...
সমুদ্রও তো নীল হয়...
কারণ সমুদ্রজলে আকাশের প্রতিবিম্ব দেখা যায়, এবার বলো আকাশ কেন নীল হয়?
জানি না যে, হয়তো মহাবিশ্বটা নীল, তাই আকাশটাও নীল।
নাহ্, মহাবিশ্ব কালো। সেখানে নেই বাতাস, নেই ধুলো... আলোর কোন দৃশ্যত অস্তিত্ব নাই। যা দেখো সবই প্রতিফলন...
আমি জানি না তো, বললে না তো অই নীলের রহস্যামৃত...
তোমার চোখের নীলে আকাশ নীল হয়ে যায়, তুমি আমার আকাশনীলা।
তাই বুঝি!
হুম। অরোরা...
কি?
আকাশটা নীল কেন?
অই যে বললা না আমার চোখের নীলে আকাশ নীল হয়ে আছে...
কখন বলেছি! তোমার চোখের নীলে আকাশ বড্ড বেমানান, আকাশটা বরং কালো হোক...
। অরোরা।। ৯.২.১৮।