আজ সকালে সবুজ চোখে
মুখ দেখাল নতুন আলো
হারানো সেই ছেলেবেলা ফিরে এল
আকাশমুখী দেওদারু শির নত করে
কচি পাতার গান শোনাল
সুর বাজাল বুকের বাঁশি।
অচেনা এক নতুন সকাল
ভেঙে দিল পুরানো ঘুম
ঘুচে গেল মুছে গেল মনের কালি
আবার আমি সরল সহজ মুগ্ধ বালক
আবার আমি অবুঝ শিশু
কলাপাতার নতুন বাঁশি।