প্রতিদিনই বলি- ভালো আছি, বেশ আছি
গতকালও বলেছি ভালো আছি
আগামীকালও বলবো ভালো আছি
কেউ কেমন আছি জানতে চাইলে বলি, ভালো আছি
কি খবর, কেমন চলছে এমন প্রশ্নের উত্তরে অহরহ বলি-
ভালোই আছি, দিব্যি চলছে।
সামান্য জ্বর কিংবা বুক ব্যথা নিতান্তই নগণ্য জেনে
বলে বেড়াই, ভালোই তো আছি, চলছে বেশ!
হৃদয়ে মরচে নিয়ে বহুকাল যাবত বলে আসছি, ভালো আছি, ঠিক আছি
কার প্রস্থানে যেন বলেছিলাম, ভালো আছি এবং থাকবো
এরকম ভালো থাকা না থাকায় ভালো আছি
তারপর, এরপর, অতঃপর, অগত্যা- ভালো থাকতেই হয়
ভালো না থেকে উপায় কী!
চলে যাওয়ায় ভেঙে যাওয়ায় তিক্ততায় রিক্ততায় এভাবেই ভালো আছি
এরপর একদিন মৃত্যুর পরও ভালো থাকবো, বেশ থাকবো।


ডিসেম্বর ১৪, ২০১৯