তুমি মাতোয়ারা শুধু তোমাতে
আমি কত আকাশ পাতাল ভাবি
স্বপ্ন-মাঝি জেরবার হয়ে ফেরে
স্বপ্নকুঞ্জে স্বপ্নেরা হয় লীন।

মন তো ব্যাকুল নিষ্প্রভ উচাটনে
ধূসরিত এই নিষ্প্রাণ নগরীতে
অথচ তুমি মাতোয়ারা শুধু তোমাতে
দুহাতে আমার বেদনার বহু ঋণ।।

দুর্বোধ কোন কবিতার মায়াজালে
লুপ্ত জোনাক আলো জ্বেলে খুঁজে ফেরে
বিধুর হয়ে ব্যর্থ কোন আশা;
রাতের কালোয় তাদেরই আনাগোনা।

শ্রান্ত মাঝি প্রভাত-স্বপ্ন দেখে
রাতের পরিধি অসীমে মিলিয়ে যায়,
তবুও তুমি মত্ত শুধু তোমাতে
আমায় বোধহয় ভালবাসতেই মানা।।

২৪ মার্চ, ২০১৯