মনের ভেতর যতটা আগুন
ততটা করুণ,
স্বচ্ছ কোমল পবনমালা-
বিষ-বেদনার দগ্ধ রাতে
স্মৃতির সাথে
জীবন নদে মরণ-ভেলা!
তোমার মনে ফুলের মত
সুপ্ত ক্ষত,
নিবিড়সম উদাস পাখি-
ডাহুকরূপে গভীর রাতে
নিজের সাথে,
শিষের মাঝে দেয় কি ফাঁকি?
আমি অচিন তীর্থ-পথিক
শুন্য, বেঠিক
পথের মাঝে সত্য খুঁজি-
একলা রাতের দুঃখ-জরায়,
আঁধার মায়ায়
ডাহুক সুরের প্রণয়-বাজী!
০১ মে, ২০২০