একটা ফুল চাই না
কিছু নুড়ি আর পাথর হলেও চলে-
শুষ্ক কাঠিন্য ভেঙে ভেঙে কিছু জল
আর রসবোধ আনার চেষ্টা চালাতে পারি ভালো।
একটা সুনীল আকাশ চাই না
নষ্ট পলেস্তারার একটা ছাদ হলেও চলে-
শ্যাওলাকথন কিংবা প্রাচীন বিষাদ, জঞ্জালকণার সাথে
নাগরিকতায় লিখতে পারি ভালো।
একটা প্রেমিকা চাই না
রসবোধহীন অজীব মূর্তি হলেও চলে-
কিছুটা ইয়ুজলেস রোমান্টিকতা, কিছুটা আপসোস নিয়ে
দিব্যি ভালো প্রেমোপাখ্যান হয়ে যেতে পারে।
তেমন ভালোবাসা দরকার নেই
বদলে এক জোরা স্যানডেল হলেও চলে যায়-
মুমূর্ষু নগর পাড়া হেঁটে হেঁটে ঘুরে ঘুরে
কিছু শব্দ, কিছু চরণ পেতে পারি সুন্দর।
অমন রেস্তরাঁয় কখন না বসলেও চলে যায়
একটা সিগারেট চাই বিপরীতে-
ধুয়োর রেখায় অবগাহিত হয়ে, আচ্ছন্নতায় চোখ বেঁধে
শব্দ নিয়ে দিব্যি পেতে ফেলতে পারি সুখের সংসার।
মে ২২, ২০২০